বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ‘‘মার্চ ফর গাজা″ এর কর্মসূচিতে বর্বর ইসরায়েলী গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ১২ এপ্রিল বিকালে উপজেলার বিজয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরেরর প্রধান প্রধান গুরুত্বপূর্ণ (ঢাকা-পঞ্চগড়) মহাসড়ক প্রদক্ষিণ করে। বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জাহিদুল ইসলামের নেতৃত্বে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা সহ আরও অনেকে মিছিলে অংশগ্রহণ করে। এসময় বিভিন্ন ব্যানার ফেসটুন হাতে নিয়ে ফিলিস্তিনির পক্ষে শ্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। শহর প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে বক্তারা বলেন, ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সব সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। একদিকে ধর্ম-বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী গণহত্যার প্রতিবাদ হচ্ছে। অন্যদিকে মিসর, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ কতিপয় মুসলিম দেশ জায়নবাদী ইসরাইল রাষ্ট্রের সাথে এখনও কূটনৈতিক সম্পর্ক রেখেছে। এটি অত্যন্ত লজ্জাজনক। ইসরাইলের পন্যসহ ইসরাইলকে সমর্থনকারী কোম্পানির সকল পণ্য বয়কট করব।