মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবির নিজস্ব ব্যবস্থাপনায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা-২০২৫ শুরু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৬, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা ৫মে থেকে শুরু হয়েছে। সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।
পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, ভর্তি পরীক্ষার সার্বিক আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিশ^বিদ্যালয় পরিবারের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকগণের যেন কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াস রুম, অভিভাবকদের বিশ্রামের জায়গা, মেডিকেল সুবিধা, অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, সিট প্ল্যানসহ বিস্তারিত রোডম্যাপ টাঙিয়ে দেওয়াসহ বিভিন্ন সেবাম‚লক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর দেশের বিভিন্ন জেলা থেকে আগত অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন।
আজকের‘এ’ ইউনিটের মোট ২৫ হাজার ৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৮১ভাগ। এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন ও আলপনা একেছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য, এ বছর ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তন্মধ্যে‘ এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং ‘সি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী মাসুদের বিরুদ্ধে আদালতে মামলা

দিনাজপুরে ১৭তম বানিজ্য মেলার উদ্বোধন

মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন বীরগঞ্জ উপজেলা

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উদ্বোধনকালে সিভিল সার্জন “তোমরা দেশের ভবিষ্যৎ, আগামী দিনে তোমাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে”

দুই দেশের বন্ধুত্বের নতুন মাইলফলক “ভারত-বাংলাদেশ”ফ্রেন্ডশীপ পাইপ লাইন স্থাপন প্রকল্প ভিডিও কনফারেন্সে উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বীরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পৌর নির্বাচনীয় পথসভা

আমদানি বন্ধ, দিনাজপুরে হিলিতে পেঁয়াজের দাম ৩-৪ টাকা বেড়েছে