কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে দিন দিন ক্যাপসিকাম চাষবাদ বৃদ্ধি পেয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় এসব উচ্চ মূল্যের নিরাপদ সবজী উৎপাদন বা চাষাবাদের ক্ষেত্রে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। জানা যায়, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অত্র উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর কৃষি বøকের রামচন্দপুর টেকসই কৃষি উন্নয়ন কৃষক মোঃ মিজানুর রহমান চলতি রবি-২০২৪-২০২৫ অর্থ বছরে সুইট বিউটি ক্যাপসিকাম চাষবাদ করে সাফল্য এনেছেন ওই কৃষক। গতকাল শুক্রবার(৯মে’২৫) কৃষক মোঃ মিজানুর রহমান জানান, উপজেলা কৃষি অফিসের উচ্চ মূল্যের নিরাপদ সবজী উৎপাদন বা প্রদর্শনীর আওতায় আমি ২০ শতক জমিতে ক্যাপসিকাম চাষবাদ করি । এতে খরচ হয়েছে প্রায় ১৪ হাজার টাকার মতো। এ যাবৎ ক্যাপসিকাম বিক্রি করেছি প্রায় ২৫ থেকে ২৬ হাজার টাকার মতো। আরোও ক্যাপসিকাম রয়েছে আমার জমিতে। খরচ বাদ দিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকার মতো লাভ হবে বলে আশা করছেন। ওই কৃষক আরো বলেন, কৃষি বিভাগের এই মহতি উদ্যোগে তিনি এই ক্যাপসিকাম চাষবাদ করছেন। তার দেখা দেখি এ উপজেলার অনেক কৃষক এখন ক্যাপসিকাম চাষাবাদের জন্য কৃষক মিজানুরের নিকট পরামর্শ চাচ্ছে কিভাবে ক্যাপসিকাম চাষাবাদ করা যায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ এই প্রতিনিধিকে জানান, উচ্চ মূল্যের নিরাপদ সবজী উৎপাদনে প্রদর্শনী ক্যাপসিকাম সুইট বিউটি জাতটি কৃষক মোঃ মিজানুর রহমানকে দেওয়া হয়েছিল। এটি উৎপাদনের ক্ষেত্রে উপজেলা কৃষি বিভাগ নিবীড় পর্যবেক্ষণ করেছেন এবং সার্বিক সহযোগিতা ও সকল প্রকার পরামর্শ দিয়ে আসছেন। যাতে করে ক্যাপসিকাম উৎপাদন ভাল হয়। তিনি আরও বলেন, বাজারে ক্যাপসিকামের চাহিদা রয়েছে প্রচুর ও দাম ভাল থাকায় কৃষকেরা দিন দিন ক্যাপসিকাম চাষাবাদ করার জন্য আগ্রহ দেখাচ্ছেন।