বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, অন্যরা পলাতক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১৫, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
চাঁদাবা‌জির মামলায় বীরগঞ্জ উপজেলা যুবদ‌লের নেতা রাসেল
(৪০) কে গ্রেফতার ক‌রে‌ছে ডিবি পু‌লিশ।

বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে থানা মার্কেট এলাকা থে‌কে তাকে গ্রেফতার করা হয়। বীরগঞ্জ থানার ও‌সি আব্দুল গফুর এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ডিবি পুলিশ জানায়, রাসেল এর বিরু‌দ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল। তি‌নি বীরগঞ্জ উপজেলা যুবদ‌লের যুগ্ম আহবায়ক। এ ঘটনায় চাঁদাবাজ গ্রুপের সক্রিয় সদস্য চিহ্নিত পাতি নেতা শরিফুল ইসলাম শিপলুসহ অন্যান্যরা পলাতক রয়েছে।

অভিযুক্তদের দাবী নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত, ঢাকার বাসিন্দা, মারাত্মক প্রভাবশালী, ধনাঢ্য ব্যাক্তি ও বিশিষ্ট ব্যবসায়ী তৌফিক এহেসান শীতলাই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (৪২)-এর সাথে আত্মীয়তার সুবাদে বীরগঞ্জ বর্ষা মৌজায় জমি কিনে সেখানে কয়েক কোটি টাকা ব্যায় সাপেক্ষে মজবুদ সুরক্ষিত আবাসিক ভবনসহ “বাংলাদেশ খামার পার্ক” নামীয় সংরক্ষিত গরু মোটাতাজা করন ও দুগ্ধ খামার গড়ে তুলেন।

ফার্মটির চারিদিকে মজবুত সীমানা প্রাচীর বেষ্টিত সু-উচ্চ বাউন্ডারি ওয়াল দ্বারা নির্মিত রয়েছে।

ম্যানেজার বাসুদেব ছাড়াও দেখভালের মুল দায়িত্ব পালন করেন আত্মীয় সাব্বির।

প্রচুর বিনিয়োগ করার পরেও ফার্মে আশানুরূপ লাভ না পাওয়ায় ফার্ম মালিক এবং আত্মীয়ের মধ্যে এক পর্যায়ে মনোমালিন্য সৃষ্টি হয়।

তৌফিক এহেসান আত্মীয় সাব্বির হোসেনকে একপর্যায় কয়েক মাস পুর্বে ফার্ম থেকে বের করে দেন, তাকে সেখানে ঢুকতেই দেয়া হয় না।

এমন পরিস্থিতে উভয়ের মাধ্যে বিরোধ তুঙ্গে উঠে। সাব্বির প্রতিহিংসা বশত আক্রোশ মুলকভাবে স্থানীয় টোকাই মাস্তান বাহিনীর দ্বারা গরু খামারের ক্ষতি সাধনের পায়তারা করলেও কঠোর নিরাপত্তার দরুন ব্যর্থ হয়।

তৌফিক এহেসানকে হেনস্থা করার জন্য পরবর্তীতে দলীয় চাঁদাবাজদের ভাড়াটিয়া হিসেবে ব্যবহার শুরু করে।

বীরগঞ্জ উপজেলা বিএনপি একাংশের পাতি নেতা মরহুম বেলায়েত হোসেনের ছেলে শরিফুল ইসলাম শিপলু, আব্দুল গনি ও মরহুমা আয়শা আক্তার রুনির ছেলে রাশেল ও সাদেকের ছেলে শাকিলের নেতৃত্বে ১৩ মে’২৫ মঙ্গলবার রাতে ১০/১২ সদস্যের টিম সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ঐ খামারে গিয়ে মালিকসহ অন্যান্যদেরকে জিম্মি, ২ লাখ টাকা চাঁদা দাবী এবং ৬০ হাজার টাকা তাৎক্ষনিক আদায় করা হয়।

ক্ষমতার দাপটে উল্টো চাঁদাবাজেরাই দলীয় প্রভাব বিস্তার করে মালিক কে পুলিশে সোপর্দ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

বর্তমান সময়ে চাঁদাবাজের গ্রুপটি বিএনপি’র একাংশের ছত্রছায়ায় এলাকায় ব্যপক চাঁদাবাজি, কন্ট্রাক্ট ভিত্তিতে জমি, বালুঘাট দখল সহ নানা অপকর্ম এবং নৈরাজ্যে করে চলেছে। এ ঘটনায় খামার পার্কের স্বত্ত্বাধিকারি তৌফিক এহেসানের স্ত্রী হাফিজা খাতুন শোভার অভিযোগে ১৪ মে’২৫ তারিখে বীরগঞ্জ থানায় ৩ নম্বর মামলা রেকর্ড করা হয়।

তদন্তকারী অফিসার দিনাজপুর ডিবি পুলিশের সহায়তায় রাসেলকে গ্রেফতার করলেও অন্যরা পলাতক রয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান মামলাটি ডিবিতে হস্তান্তর হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত