চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে দশমাইল-সৈয়দপুর মহাসড়কে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে লতিফর রহমান নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি গত ১০ জুন মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দশমাইল-সৈয়দপুর মহাসড়কের চৌরাস্তা নামক স্থানে ঘটেছে। নিহত লতিফর রহমান (৬৫) চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বানুশাহপাড়ার মৃত আব্দুল হায়াতের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাও থেকে রংপুরগামী এইচ এ প্লান নামে একটি গেটলক যাত্রীবাহি বাস দশমাইল-সৈয়দপুর মহাসড়কের চৌরাস্তা নামক স্থানে বাইসাইকেল আরোহী লতিফর রহমানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই লতিফর রহমানের মৃত্যু হয়। এসময় লতিফর রহমান তাঁর নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে উপজেলার ভূষিরবন্দর বাজারে যাচ্ছিলেন। উপজেলার রানীরবন্দরের অদূরে গ্যাস পাম্পে ওই ঘাতক বাসটিকে রেখে চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। পরে দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে যান।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।