পার্বতীপুর প্রতিনিধি\দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, মুশফিকা আক্তার মিম (৯) উপজেলার হুগলীপাড়া এলাকার মোশারফ হোসেনের মেয়ে এবং আছিয়া (৭) একই এলাকার আতাউর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর বেলা সাড়ে ১২টার দিকে পার্বতীপুর উপজেলা পরিষদের ভিতরে অবস্থিত ওই পুকুরের পানিতে গোসলে নামেন বন্ধুদের সাথে মুশফিকা আক্তার মিম ও আছিয়া। এক পর্যায়ে পানিতে ডুবে যায় মুশফিকা আক্তার মিম ও আছিয়া। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুকুর থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আছিয়াকে স্থাণীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হেসেন, পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।