হাকিমপুর প্রতিনিধি \ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তানান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুরের হাকিমপুরের সীমান্তের ২৮৫নং মেইন পিলার এলাকা দিয়ে ওই কিশোরকে ফেরত দেয় বিএসএফ।
ফেরত আসা কিশোর আল আমিন হোসেন (১৬) হবিগঞ্জ জেলার সদর থানার কালিগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
দিনাজপুরের হিলি সিপি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বিষয়টি প্রেস রিলিজ এর মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেন।
বিজিবি সুত্রে জানায়, চলতি মাসের ১৫জুন সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই কিশোর। এরপর মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে (ভারত হিলি) সীমান্ত দিয়ে আবারো বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এসময় সীমান্তের পিলার ২৮৫/৫ এস হতে আনুমানিক ২০ গজ ভারত অভ্যন্তরে দক্ষিণপাড়া হিলি নামক স্থান হতে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। পরে মঙ্গলবার দিবাগত রাত ৯ঃ৫৫ মিনিটের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিএসএফ সদস্যরা আটককৃত বাংলাদেশী নাগরিকে বিজিবির হাতে হস্তান্তর করেন।