১৪জুলাই সকালে এফপিএবি’র মিলনায়তনে পল্লীশ্রী’র আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা-এর সহযোগিতায় সিএসও প্রকল্পের নারী ক্লাব ও পৌরসভার কমিউনিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে বয়স্ক ভাতা প্রাপ্তিতে কমিউনিটি স্কোর কার্ড বিষয়ক সেবা প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সাথে জবাবদিহিতা মূল্যায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত জবাবদিহিতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম।
পল্লীশ্রী’র প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের ফোকাল পার্সন শামীমা পপি, পৌর সমাজকর্মী মোঃ বিপ্লব হোসেন, কমিউনিটির ফিল্ড অফিসার এস এম সাজেদুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় দিনাজপুর পৌরসভার ৪,৫,৬ ও ৭ ওয়ার্ডের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সদস্যরা বয়স্ক ভাতা প্রদানের বিষয় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক তথ্য উপস্থাপন করেন। এ সকল তথ্য উপস্থাপনের উপর ভিত্তি করে বিভিন্ন গঠনমূলক বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বয়স্ক ভাতা গ্রহণকারী সদস্যরা কোন বিলম্ব ছাড়াই যেন তাদের সেবা অনায়াসে গ্রহণ করতে পারে এজন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। সেই সাথে তিনি আরো বলেন, সেবা গ্রহণকারীদের সাথে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্যদের সহনশীলতার মনোভাব ও আচার-আচরণ করার জন্য অনুরোধ করেন।