বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ক্রীড়া ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৭, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের বোদা উপজেলায় ইএসডিও সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে উপজেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ম্যারাথন দৌড় ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দিনব্যাপী ময়দানদিঘী ডিগ্রী কলেজ মাঠে বিভিন্ন প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমৃদ্ধি কর্মসূচির ময়দানদিঘী ইউনিয়নের প্রবীণ কমিটির সভাপতি তবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়দানদিঘী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফইম উদ্দিন আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আব্দুল মোমেন, সহকারী সমন্বয়কারী মো. দাউদুল ইসলাম, ইএসডিও ময়দানদিঘী শাখার ব্যবস্থাপক মমতাজ দৌলত, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা জয়ন্তী রানী রায়। অনুষ্ঠানে শিক্ষক, স্বাস্থ্য পরিদর্শক, কৈশোর, যুব ও প্রবীণ কর্মসূচির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাজ সেবায় আইনুল হক, সাংবাদিকতায় সামসউদ্দীন চৌধুরী কালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেরিনা আকতার মুক্তা ও ক্রীড়া ব্যক্তিত্ব মোফাজ্জল হোসেন বিপুলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে পাঁচজন শ্রেষ্ঠ প্রবীণ, পাঁচজন শ্রেষ্ঠ প্রবীণ সন্তান, ১১ জন মেনটর ও ১০ জন যুব নারী-পুরুষকে ক্রেস্ট দেয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও