দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৭) ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে প্রার্থীরা নির্বাচনী তফসিল অনুযায়ী ২১ জুলাই সোমবার ২১টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছে সুইহারী বাসস্টানস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে।
গত ১৯/০৪/২০২৫ইং ও ০৬/০৫/২০২৫ইং তারিখে অনুষ্ঠিত সাধারন সভা ও বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা, অর্থ সচিব মোঃ মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ রাশেদুজ্জামান বিপ্লব, সদস্য মোঃ খোকন, মোঃ আফজাল হোসেন, মোঃ স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মোঃ মজিবর রহমান মজিব, মোঃ হালিম বাবু ও মোঃ সৈয়দ খালিদ এর সার্বিক তত্ত¡াবধানে নির্বাচন কমিশনার এ্যাডঃ মোঃ শামীম বিন গোলাম পার্ল, সদস্য মোঃ গেলাম নবী দুলাল, মোঃ শহিদুল ইসলাম, আলহাজ্ব মোঃ সোলায়মান মোল্লা, শাকিল আহমেদ ও মোঃ সিরাজুস সালেহীন পরিচালিত নির্বাচনে সভাপতি-১টি পদ, সহ-সভাপতি-২টি পদ, সাধারন সম্পাদক-১টি পদ, সহ-সাধারন সম্পাদক-১টি পদ, সাংগনিক সম্পাদক-১টি পদ, সহ-সাংগঠনিক সম্পাদক-১টি পদ, অর্থ সম্পাদক-১টি পদ, সড়ক সম্পাদক-১টি পদ, সহ-সড়ক সম্পাদক-১টি পদ, দপ্তর সম্পাদক-১টি পদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-১টি পদ ও কার্যনির্বাহী সদস্য-৭টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে। প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ শামীম বিন গোলাম পার্ল ও নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম জানান, আগামী ৯ আগষ্ট শনিবার সুইহারীস্থ চেহেলগাজী শিক্ষা নিকেতনে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ৫ হাজার ৭ শত ভোটারের ভোটগ্রহণ করা হবে।