পঞ্চগড় প্রতিনিধি\‘সমাজ গঠনে আমি শপথ করছি’ এমন অঙ্গীকারে মুখরিত ছিল পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার য়ায় অর্ধ সহ¯্রাধিক নারী ও যুব অংশগ্রহণ করেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।
অনুষ্ঠানটি ছিল দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীরা দেশের অন্যান্য জেলার মানুষদের সঙ্গে একযোগে শপথ পাঠ করেন।
দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সমাজ গঠনে নাগরিক সচেতনতা, নারীর নিরাপত্তা ও শিশুর সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। বক্তারা বলেন, পরিবার থেকে শুরু করে সমাজ-সর্বত্র নৈতিকতা ও দায়িত্বশীলতা ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে তরুণদের ইতিবাচক অংশগ্রহণেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ।
বোদা
বোদা,পঞ্চগড় প্রতিনিধি\পূনজুলাইর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা শনিবার পঞ্চগড়ের বোদা মডেল মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা,এন সি পির বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী শিশির আশা,বাংলাদেশ ইসলামী আন্দোলন বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জান্নাতুল বারী মানিক,ওমেন এন্ডিং হাঙ্গদরের সাধারণ সম্পাদক মালেকা বান,জুলাই যোদ্ধা আব্দুল ছাত্তার, শহীদ সুমনের বোন মনি আক্তার, শহীদ আবু সাঈদের ছেলে মামুন ইসলাম, ছাত্র সমন্বয়ক ওমর ফারুক, জুলাই যোদ্ধা আহসান হাবীব।এ সময় বক্তারা বলেন জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে,সুখী সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দানকারী শহীদদের আত্মত্যাগের বিনিময়ে প্রান্তিক পর্যায়ে থেকে সকল স্তরের মানুষের জন্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, নারী ও শিশুর মর্যাদা রক্ষা সহ সামাজিক নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার বলেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যয়ে নারী ও শিশু নির্যাতন রোধ, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে, সুষম সমাজ ব্যবস্থা গড়ে তুলতে দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ,উপজেলা সমাজসেবা বিভাগ ও মহিলা বিষয়ক বিভাগের কর্মকর্তাসহ শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, ছাত্র সমন্বয়ক,জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা, নারী নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে ঢাকা থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানটির উদ্বোধন ও শপথ বাক্য পাঠ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এর সমস্বরে ভার্চুয়াল শপথ বাক্য পাঠ করেন। ভার্চুয়ালি এই অনুষ্ঠানটি বড় পর্দায় প্রদর্শন করা হয়।