সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৪, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ

দিনাজপুর বড়ময়দানে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশান বাংলাদেশের আয়োজনে পিসিভি (চাইল্ড লেবার) পিএনএস প্রকল্পের আওতায় শ্রমজীবী শিশু পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
৬নং শিশু শ্রম মনিটরিং কমিটির সদস্য মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহীনা বেগমের পক্ষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী কর্মকর্তা মোঃ মাজহারুল আলম বক্তব্য রাখেন।
ওয়ার্ল্ড ভিশন কর্তৃক পর্যায়ক্রমে ১৪০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। প্রতিটি গরু ১৮ থেকে ৩ মাস, যার সর্বোচ্চ এক জোড়া দাঁত ও কমপক্ষে বাছুরের ওজন ৮০কেজি হিসেবে শ্রমজীবী পরিবারের প্রতিটি সদস্যকে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়েছে।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে প্রকল্প কর্মকর্তা রিচার্ড তাপস দাস বলেন, চাইল্ড লেবার ও চাইল্ড শ্রম বন্ধের জন্য শিশুদের অভিভাবকদের এই গরু বিতরণ করা হচ্ছে। যাতে শিশুরা ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে সম্পৃক্ত না হয়ে পড়াশোনায় মনোযোগী হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট (লাভলী হুড প্রকল্প) কাজল কুমার দে, সিনিয়র প্রোগ্রাম অফিসার দিনো দাস ও প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ুথ ফোরামের সদস্য আল মমিন, ১নং ওয়ার্ড মনিটরিং কমিটির কোষাধ্যক্ষ মরিয়ম আফরোজ মনি। বক্তারা বলেন, শিশুদের মা-বাবা যে স্বপ্ন দেখেন তাদের শিশুরা একদিন বড় ময়ে সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারে তার জন্য বকনা বাছুর পালনের মাধ্যমে তারা স্বাবলম্বি হবেন। সে কারণে প্রতিটি পরিবারকে ১টি করে বকনা বাছুর প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, বাল্য বিবাহ থেকে বিরত থাকা, মাদক সেবন থেকে বিরত থাকা, মাদক ব্যবসার সাথে জড়িত না হওয়ার জন্য এবং তাদের পরিবারে কোন প্রকার কলহ-বিবাদে তারা যেন না জড়িয়ে পড়েন এই ৫টি শর্তে বকনা বছুর বিতরণ কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইএসডি’র উদ্যোগে সাংবাদিক মত বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে জমজমাট ঈদ বাজার

প্রশিক্ষণ ও কর্মশালার উদ্বোধনকালে দিনাজপুর চেম্বার সভাপতি

রাজপথেই আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করা হবে —আলতাফুজ্জামান মিতা

দিনাজপুরে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে

শীতার্তদের কাছে কম্বল নিয়ে হাজির হলেন ইউএনও

গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

জেলা আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত

হরিপুরে স্কুলের ভবন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

পার্বতীপুরে এমপি এ্যাড. মোস্তাফিজুর রহমান মহিলা বি এম কলেজের ভবন উদ্বোধন