সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৪, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ

দিনাজপুর বড়ময়দানে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশান বাংলাদেশের আয়োজনে পিসিভি (চাইল্ড লেবার) পিএনএস প্রকল্পের আওতায় শ্রমজীবী শিশু পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
৬নং শিশু শ্রম মনিটরিং কমিটির সদস্য মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহীনা বেগমের পক্ষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী কর্মকর্তা মোঃ মাজহারুল আলম বক্তব্য রাখেন।
ওয়ার্ল্ড ভিশন কর্তৃক পর্যায়ক্রমে ১৪০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। প্রতিটি গরু ১৮ থেকে ৩ মাস, যার সর্বোচ্চ এক জোড়া দাঁত ও কমপক্ষে বাছুরের ওজন ৮০কেজি হিসেবে শ্রমজীবী পরিবারের প্রতিটি সদস্যকে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়েছে।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে প্রকল্প কর্মকর্তা রিচার্ড তাপস দাস বলেন, চাইল্ড লেবার ও চাইল্ড শ্রম বন্ধের জন্য শিশুদের অভিভাবকদের এই গরু বিতরণ করা হচ্ছে। যাতে শিশুরা ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে সম্পৃক্ত না হয়ে পড়াশোনায় মনোযোগী হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট (লাভলী হুড প্রকল্প) কাজল কুমার দে, সিনিয়র প্রোগ্রাম অফিসার দিনো দাস ও প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ুথ ফোরামের সদস্য আল মমিন, ১নং ওয়ার্ড মনিটরিং কমিটির কোষাধ্যক্ষ মরিয়ম আফরোজ মনি। বক্তারা বলেন, শিশুদের মা-বাবা যে স্বপ্ন দেখেন তাদের শিশুরা একদিন বড় ময়ে সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারে তার জন্য বকনা বাছুর পালনের মাধ্যমে তারা স্বাবলম্বি হবেন। সে কারণে প্রতিটি পরিবারকে ১টি করে বকনা বাছুর প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, বাল্য বিবাহ থেকে বিরত থাকা, মাদক সেবন থেকে বিরত থাকা, মাদক ব্যবসার সাথে জড়িত না হওয়ার জন্য এবং তাদের পরিবারে কোন প্রকার কলহ-বিবাদে তারা যেন না জড়িয়ে পড়েন এই ৫টি শর্তে বকনা বছুর বিতরণ কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে সুযোগ পেলো বালকেরা বঞ্চিত বালিকারা

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বা খাটে বসে চুল দাড়ি কাটার দৃশ্য !

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে ৩২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২২০ গ্রাম গাঁজা ১৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৮টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়

দিনাজপুর ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে কর্মশালা

হরিপুরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ই-ফাইলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা রতন কুমারের মৃত্যু

সরকার পশ্চাৎপদ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কমরেড গুরুদাস তালুকদার স্মৃতি পরিষদের উদ্যোগে তেভাগা আন্দোলনের মহান নেতা কমরেড গুরুদাস তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত