বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ব্যাক্তিগত
স্বাস্থ্য, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য
স্থানীয় হোটেল রেস্তোরাঁর মালিক, শ্রমিক এবং পোল্ট্রি ও গরু-ছাগল মাংস
বিক্রেতাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায়
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা জনস্বাস্থ্য,
স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ কমিটি ও উপজেলা নির্বাহী অফিসারের
কার্যালয়ের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-
অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় ৩দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম। এসময়
স্থানীয় হোটেল রেস্তোরাঁর মালিক, শ্রমিক এবং পোল্ট্রি ও গরু-ছাগল মাংস
বিক্রেতা উপস্থিত ছিলেন।