বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স সহযোগীতায় ও বিওয়াইএফসি বীরগঞ্জের আয়োজনে জীবিকায়ন প্রকল্পের আওতায় উৎপাদনশীল সম্পদ সহতা প্রদান হিসাবে ভ্যান গাড়ি, গরু ও ছাগল ৩ জন হতদরিদ্র ও ১জন ভিক্ষুককে সহতা প্রদান করা হয়।
রবিবার(১৮ ডিসেম্বর -২০২২) সকাল ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স অফিসের প্রোগ্রাম ম্যানেজার মি. সম্রাট ব্যাপারীর সভাপতিত্বে বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্সের সিনিয়র গ্রোগ্রাম অর্গানাইজার মি. হেমন্ত বিশ্বাস, গ্রোগ্রাম অর্গানাইজার মো. মজিদুল ইসলাম বাবু। এসময় হোম পেরেন্টস অমৃত রায়, অংকুর শিশু শিক্ষা নিকেদনের শিক্ষিকা সীমা রায় ও ভলান্টিয়ার প্রদীপ রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হতদরিদ্র ও ভিক্ষুকদের পূর্নবাসন ও জীবনমান উন্নয়নের লক্ষে ২ জন অতি দরিদ্রর মাঝে চার্জার ভ্যান ও ১ জনের মাঝে গরু ও ১ জন ভিক্ষুককে ছাগল প্রদান করা হয়।