মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় দুই দিনব্যাপী কোভিড-১৯ ও তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ২১ মার্চ সোমবার মানব কল্যাণ পরিষদের ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। মানব কল্যাণ পরিষদ-এমকেপির আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় প্রশিক্ষনে এমকেপির সমন্বয়কারী সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সিভিল সার্জন ডা: নূর নেওয়াজ আহমেদ, বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা, ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী প্রমুখ। বক্তারা কোভিড-১৯ পরিস্থিতিতে সকলের প্রাপ্য সেবা এবং করনীয় বিষয়গুলো জানিয়ে দেওয়ার মাধ্যমে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আহবান জানানো হয়।