পীরগঞ্জ প্রতিনিধিঃ বিভিন্ন স্থাপনা সুরক্ষা,উন্নয়ন, সৌন্দর্য বর্ধন ও শহরে যানজট নিরসন সহ সম সাময়িক জন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা হয়। সাবেক এমপি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী কমিশনার (ভুমি) কামরুল ইসলাম সোহাগ, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পৌর কমান্ডার কমরেড নুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, শাজাহান আলী, কোষাধ্যক্ষ বুলু, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি আবু জাহিদ জুয়েল, ন্যাপের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রকেট, হিন্দু বৌদ্ধ খ্রীস্টিয়ান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কান্ত রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, আওয়ামীলীগ নেতা আব্দুর সবুর, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায় নুরনবী চঞ্চল, আমরা মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা কমিটির সহ সভাপতি, ছাত্রলীগ নেতা আল কিবরিয়া আবেদিন,আবুল কালাম আজাদ, মশিউর ম্যাম্বার প্রমূখ।
পরে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হককে আহবায়ক এবং রেজওয়ানুল হক বিপ্লবকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্টি পীরগঞ্জ উন্নয়ন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।