বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:বিরামপুর পৌরসভা এলাকায় করোনা প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ৫ থেকে ১১ বছরের সকল শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
মঙ্গলবার (১১অক্টোবর) সকালে বিরামপুর পৌরসভার আয়োজনে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,
১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ওয়াকিল উদ্দিন, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া পারভীন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) তাহাওয়ার হোসেন বেলাল, মেডিকেল টেকনোলজি (ইপিআই) মাসুদ রানাসহ স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের খয়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা প্রতিরোধে ৫ থেকে ১১ বছরের সকল শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
টিকাদান কার্যক্রমের উদ্বোধন শেষে পৌর মেয়র বলেন, পৌর এলাকায় ১ ও ২নং ওয়ার্ডের প্রাথমিক স্কুল পর্যায়ে ৫ থেকে ১১ বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তিনি আরো বলেন, আজ পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের ০৬টি কেন্দ্রে মোট ১৮০০জন শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, পর্যায়ক্রমে উপজেলার সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেনসহ সকল বিদ্যালয়ের ৫-১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।