বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেফতার-৪

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১০, ২০২২ ১১:৩৯ অপরাহ্ণ

চিরিরবন্দর প্রতিনিধি \ সংঘবদ্ধভাবে ধর্ষন করার অভিযোগে দিনাজপুরের চিরিরবন্দরে চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার আটককৃকদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে।
আটককৃতরা হলো, দিলীপ রায় (২৩), সোহেল রানা (২৫), নুর আলম (২২) ও মিজানুর রহমান (২৮)।
মামলার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, গত ৮ নভেম্বর দিবাগত রাত ৯টার দিকে ভুক্তভোগী চিরিরবন্দরের রানীপুর ডাঙ্গাপাড়া এতিমখানায় ইসলামী মাহফিল শোনার জন্য যায়। সেখানে মিজানুরের সঙ্গে দেখা হয়।মিজানুরের সঙ্গে তিনি রাণীরবন্দরে চুলের ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করত, সেই সুবাদে তার সঙ্গে আগেই পরিচয় ও সম্পর্ক ছিল। পরে মিজানুর রহমান প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তুতি নিলে আসামি দিলীপ রায়, সোহেল রানা ও নুর আলম তাদের আটক করে। এসময় কৌশলে মিজানুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরে ওই তিনজন ভুক্তভোগীকে ভয়-ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন ভুক্তভোগী নিজেই চিরিরবন্দর থানায় মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা ওসি বজলুর রশিদ বুধবার রাতেই অভিযান চালিয়ে চারজন আসামিকেই গ্রেফতার করেন।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষন ঘটনায় গৃহবধূর করা মামলায় ওই চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগীর ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে গণ অভ্যর্থনা

হাকিমপুরে মূল্য তালিকা না টাঙানোয় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ভাষা শহীদদের স্মরণে যুবলীগের ৪’শত শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে দিনব্যাপী ডায়াবেটিস স্বাস্থ্য মেলার উদ্বোধন

বীরগঞ্জের মরিচা ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রোকনুজ্জামান চৌধুরী মিঠু

আমি সার্বিক ভাবে মেয়রকে সহযোগিতা করতে চাই —— রাণীশংকৈলে এপি হাফিজ উদ্দীন আহম্মেদ

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন পৌর নির্বাচন পরিচালনা কমিটির বর্ধিত সভা

দিনাজপুরে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়

একাত্তর ও হানাদার ।। -মাসুদুর রহমান মাসুদ