শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন নারীরা এখন সব জায়গায় কাজ করছেন। প্রত্যেকটি জায়গাতেই তারা ভালো করছেন। রাজনীতি, সামাজিক, অর্থনীতি সব জায়গাতেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন নারীরা। ঘরের পাশাপাশি বাইরের দুনিয়াকেও দুই হাতে সামলাচ্ছেন নারীরা। নিজেরাই স্বাবলম্বী হয়ে পরিবারকে সহযোগিতায় করছেন। নিজেরাই এখন উদ্যোক্ত তৈরি করছেন। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে বাধাগ্রস্থ বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবনের কথা না ভেবে এ দেশের মানুষ ও দেশের উন্নয়নের কথা বেশি ভাবেন। তাই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশকে পিছিয়ে দেয়ার জন্য বিএনপি উঠে পড়ে লেগে আছে। কিভাবে শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ আর কোন দিন পিছিয়ে থাকবে না। যতই ষড়যন্ত্র করুক না কেন দেশ এগিয়ে যাবে শেখ হাসিনার হাত ধরেই।
১৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে জেলা ও শহর যুব মহিলা লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ছবি সিনহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদা বেগম মুক্তার সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, শহর যুব মহিলা লীগ নেত্রী তিথি দে, সিলভিয়া পারলিন। এ ছাড়াও জেলা ও শহর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইলিয়াস, সম্পাদক ফজলু

এসএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি বীরগঞ্জের সাতখামার উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী

শেখ হাসিনা এতিম অসহায়দের টাকা দেয় আর খালেদা জিয়া টাকা আত্মসাৎ করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর জেলার পুষ্টি সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক পুষ্টি নিশ্চিতকরণে প্রত্যেকটি দপ্তরকে কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে

পীরগঞ্জে বজ্রপাতে নির্মান শ্রমিকের মৃত্যু

১০দফা দাবীতে দিনাজপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

রাণীশংকৈলে বউমার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

“হামরা বীরগঞ্জীয়া”র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বীরগঞ্জে অনাহার-অর্ধাহারে চলছে মৃৎশিল্পীদের জীবন