হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের অদমশ্বরী-সলাহার এলাকায় কৃষি জমির উপর পুকুর খনন করে ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহিদুর রহমান নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম শরীফুল হক এই অর্থদণ্ড দেন।
অবৈধভাবে বালু উত্তোলনকারী জাহিদুর রহমান হরিপুর উপজেলার সদর ইউনিয়নের জীবনপুর গ্রামের হাসান আলীর ছেলে।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম শরীফুল হক জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু উত্তোলন করছিলেন। সতর্ক করার পরেও কর্ণপাত না করার কারণে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে বালুভর্তি তিনটি ট্রাক্টর জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।