বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় ভোক্তা অধিকার অধিদপ্তর দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমান প্রদান করেছে। গতকাল সোমবার বোদা বাজার অভিযান পরিচালিত করেন ভোক্তা অধিকার অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক পরেশ চন্দ্র বর্মন। অভিযানে ভাই ভাই নিউ ঢাকা বেকারীকে ৫ হাজার টাকা ও নুরজাহান হোটল এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ছলিমুন বারী সহ পঞ্চগড় জেলার পুলিশের এক দল সদস্য উপস্থিত ছিলেন।