বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে একইদিনে উপজেলার শতগ্রাম ও মোহাম্মদপুর ইউনিয়নে পৃথক পৃথকভাবে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মৃত ব্যক্তিরা হলেন- উপজেলার শতগ্রাম ইউনিয়নের কিয়ামত খড়ি কাদাম গ্রামের স্বামী পরিত্যক্তা সুলতান হোসেন মেয়ে
শাহানাজ বেগম(৩০) ও মোহম্মাদপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের গনেশ রায়ের ছেলে তম্ময় রায় (১২)। স্থানীয় ও পরিবার সূত্র জানা গেছে, শতগ্রাম ইউপির কিয়ামত খড়ি কাদাম গ্রামের সুলতান হোসেনের মেয়ে শাহানাজ দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলন। গত (২৩ ডিসেম্বর-২০২৩) শনিবার দুপুরে নিজ ঘরে গেলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
অন্যদিকে মোহম্মাদপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের গনেশ রায়ের ছেলে মৃগী স্নায়ুতন্ত্রের জটিলতাজনিত একটি রোগ আক্রান্ত তম্ময় রায় (১২) একইদিনে বেলা ৩টার দিকে বাবা মায়ের সাথে অভিমান করে নিজ শয়ন ঘরে সরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই শাহজাহান সিরাজসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় লাশ পৃথক পৃথকভাবে হস্তান্তর করা হয়। এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত জানান,ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে লাশ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় দুটি ইউডি মামলা হয়েছে।