বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপর্যস্ত জনজীবনে স্বস্তি পেতে বৃষ্টি প্রার্থনায় দিনাজপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য ইস্তিসখার নামাজ আদায়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৫, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ

চলমান তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরের বিভিন্ন এলাকায় ইস্তিসখার নামাজ আদায় করেছেন শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা।
নামাজ শেষে আল্লাহর দরবারে দুই হাত তুলে কান্নাকাটি করে সবার জীবনের গুনাহ মাফ চেয়ে তার রহমত ও বরকত কামনা করে বৃষ্টির জন্য মুনাজাত করা হয়। নামাজে অংশ নেন নানা বয়সী শত শত মানুষ।
বৃহস্পতিবার সকালে স্থানীয়ভাবে আয়োজনে দিনাজপুর পৌর শহরের লালবাগ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে, চিনিনবন্দরের রানীরবন্দর ইয়াতিম খানা ঈদগাহ মাঠে, বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর ঈদগাহ মাঠে, খানসামা উপজেলার আংগারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে এই ইস্তিসখার নামাজ আদায় করেন মুসল্লিরা।
আগামী শনিবারও বৃষ্টির জন্য কয়েক স্থানে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হবে বলে কয়েকজন জানায়।
দিনাজপুর শহরের লালবাগ ফুটবল খেলার মাঠে ইস্তিসখার নামাজে ইমামতি করেন স্টেশন রোড আহলে হাদিস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আবু বকর, চিনিনবন্দরে নামাজ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ডা. রহমাতুল্লাহ, বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আমিনুল হকের আহবানে ইস্তিসকার নামাজে ইমামতি করেন মাওলানা আবু তাহের মুকন্দপুরি, খানসামায় নামাজ ও দোয়া পরিচালনা করেন সাজাপুর জামে মসজিদের খতিব মাওলানা মো: আনিছুর রহমান প্রমুখ।
উত্তপ্ত রোদের মাঝেই দু’রাকাত নামাজ শেষে মুসল্লিগণ দু’হাত আসমানের দিকে তুলে অশ্রæসিক্ত চোখে মহান আল্লাহর নিকট সকল প্রকার গুনাহ মাফসহ রাব্বুল আলামিনের রহমত কামনায় বৃষ্টির জন্য ফরিয়াদ করেন। এ জেলায় ২ মৌসুমের রেকর্ড ছাড়িয়ে তাপমাত্রা বেড়েছে।
বৃহস্পতিবার দুপুর ৩টায় দিনাজপুরে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের আদ্রতা ১৩ শতাংশ এবং বাতাসের গড় গতিবেগ ১০কিলোমিটার। এ জেলায় সকালে সূর্য ওঠার সাথে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়লেও রাতে তাপমাত্রা কিছুটা কমলে হালকা বাতাসে কিছুটা স্বস্থি অনুভুত হয় বলে জানায় দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
নামাজে অংশগ্রহণকারী মুসল্লীরা জানান, কালবৈশাখীর মৌসুমেও বৃষ্টির দেখা নেই। নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না অগভীর নলক‚প ও সেচ পাম্পে। অনাবৃষ্টির কারণে মাঠে রোদে পুড়ে কৃষকের বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝরে পড়ছে। এছাড়াও এ তীব্র গরমে ধান-পাটসহ কৃষির ওপর ব্যাপক প্রভাব পড়েছে। দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি, গাছপালাসহ সকলেই অত্যন্ত কষ্টে আছে। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সেজন্যই আমরা আল্লাহর রহমতের বৃষ্টির আশায় নামাজ আদায় করতে সমবেত হয়েছি। সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই সম্ভব।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চলমান তীব্র তাপদাহ আর কড়া রোদে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনাবৃষ্টির কারণে মাঠে রোদে পুড়ে কৃষকের বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝরে পড়ছে। এছাড়াও এ তীব্র গরমে ধান-পাটসহ কৃষির ওপর ব্যাপক প্রভাব পড়েছে। তীব্র দাবদাহ থেকে পরিত্রাণের জন্য এবং বৃষ্টির প্রত্যাশা করে মহান সৃষ্টিকর্তার নিকট পানাহ চেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঐতিহ্যবাহী রানীরবন্দর ইয়াতিম খানা ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। স্থানীয়রা এ নামাজ ও মোনাজাতের আয়োজন করেন। নামাজ শেষে অনাবৃষ্টি ও খরা থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজ ও মোনাজাতে নশরতপুর, রানীপুর, সাতনালা, আলোকডিহি গ্রামের প্রায় ৫ শতাধিক শিক্ষক, ছাত্র, যুবক, বৃদ্ধ, শিশুসহ নানা বয়সী মানুষ অংশ গ্রহণ করেন। তওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তওবার মাধ্যমে মহান আল্লাহর নিকট রহমতের বৃষ্টি কামনা করে দুই রাকাত নামাজ আদায় করা হয়। এসময় মুসল্লীরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন। এসময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনাও করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ডা. রহমাতুল্লাহ।
আগামী শনিবার একই স্থানে সকাল সাড়ে ৬টায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।
নামাজে সকলকে অংশ গ্রহণ করার জন্য আগে থেকেই মাইকে প্রচার করা হয়েছিল। সকালে সরজমিন ঐতিহ্যবাহী রানীরবন্দর ইয়াতিমখানা ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে-পুরাতন পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, লুঙি, গামছা, টুপি পরে জায়নামাজ, গামছা নিয়ে বিভিন্ন বয়সী মানুষ মাঠে উপস্থিত হয়েছেন।
একইদিনে, চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, রানীরবন্দরের উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামিক স্কুল এবং নান্দেড়াই গ্রামের বকুলতলা মহিলা মাদরাসা মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।তীব্র দাবদাহে আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের বোচাগঞ্জে।
চলমান প্রচন্ড তাপপ্রবাহের কারণে অতীষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য নামাজ শেষে দুই হাত তুলে কান্নাকাটি করেন।
বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আমিনুল হকের আহবানে বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার সেতাবগঞ্জ পৌর ইদগাহ মাটে ইস্তিসকার নামাজে অংশ নেন ধর্মপ্রান মুসলমানরা। দুই রাকাত নামাজ এর আগে নসিহতপূর্ণ বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌর মেয়র মোঃ আসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফসার আলী, ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস আলী কাঞ্চন, সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মাওলানা আবু তাহের সিদ্দিকী সহ বিভিন্ন মসজিদেও খতিম ও ইমামগন। ইস্তিসকার নামাজে ইমামতি করেন মাওলানা আবু তাহের মুকন্দপুরি।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সকাল ১০টার দিকে উপজেলার আংগারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন সাজাপুর জামে মসজিদের খতিব মাওলানা মো: আনিছুর রহমান।
ইসতিসকার নামাজে আসা মুসল্লি সামিউল ইসলাম, সেকান্দার আলীসহ ৫-৭ জন মুসল্লি বলেন, সারা দেশের মতো খানসামা উপজেলায় অসহনীয় গরম পড়েছে। অনেকদিন ধরেই বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। এজন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
নামাজ পড়ানো ইমাম মাওলানা মো: আনিছুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে প্রচন্ড তাপপ্রবাহ, তার ওপর বৃষ্টি নাই। এতে জনজীবন কষ্টে রয়েছে সেই সাথে ফসল নষ্ট হচ্ছে। সকল শ্রেণী-পেশার মানুষের চলাফেরা, ইবাদত বন্দেগি করতেও সমস্যা হচ্ছে। একারণে আমরা আজ বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি যেন আমাদের নামাজ ও দোয়া কবুল করেন। সেই সাথে ইসলামি বিধিবিধান মেনে চলার বিষয়ে খুতবা দেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বীরগঞ্জে ইএসডিও’র রিভাইভ প্রকল্পের ডায়ালগ সভা

বীরগঞ্জে ইএসডিও’র রিভাইভ প্রকল্পের ডায়ালগ সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গমের কাঁচা গাছ বিক্রি করে জীবিকা নির্বাহ কৃষকরা

বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নন্দয়ার ইউনিয়নের ৩ নং- ওয়ার্ডের ভন্ডগ্রাম নামটি পরিবর্তন চান এলাকাবাসী

কৃষিতে প্রযুক্তির ব্যবহারে বেকার হচ্ছে দিনমজুর শ্রমিকরা

পীরগঞ্জে আল হাসানহ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ক্রিকেট ম্যাচ

মহিলা পরিষদের উদ্যোগে কবি সুফিয়া কামাল-এর জন্ময়জন্তি পালন

বীরগঞ্জে শব্দশর সাহিত্য সংগঠনের প্রথম বর্ষপূর্তি সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জে যুবদের উন্নয়নে নীতিমালা চূড়ান্তকরণ কর্মশালা

বীরগঞ্জ পল্লীতে মোবাইল গেমস আসক্ত কিশোরের আত্মহত্যা