সোমবার , ২০ মে ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরী মেয়েদের মাঝে ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে উপ-পরিচালক প্রতিটি কিশোরীকে ঋতুকালীন স্বাস্থ্যবিধি মেনে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২০, ২০২৪ ৯:১০ পূর্বাহ্ণ

দিনাজপুর শহরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং বেসিক ফর গালর্স প্রজেক্টের আওতায় শিক্ষক-শিক্ষিকা, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, কিশোরী মেয়েরা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কিশোরী মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর অভ্যাস শীর্ষক সচেতনতা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর এপি কো-অর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম ও ঈদগাহ্ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বেসিক ফর গালর্স প্রকল্পের প্রজেক্ট অফিসার লাকি হালদার।
বয়:সন্ধিকাল, কৈশোরকালীন শারীরিক-মানসিক পরিবর্তন, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজাউল হক।
যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, অধিকার, ঋতুকালীন, স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ সারবিনা শারমিন। এই প্রকল্পের মাধ্যমে দিনাজপুর সদর ও পৌরসভার ৮টি স্কুলে ১৬শত স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হচ্ছে।
স্কুলগুলো হলো আল-আমিন ইনষ্টিটিউটের উচ্চ বিদ্যালয়, দিনাজপুর যুবিলী উচ্চ বিদ্যালয়, ঈদগাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়, ইকবাল উচ্চ বিদ্যালয়, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়, তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বড়ইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চেরাডাঙ্গী আলিম মাদ্রাসা।
ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিটি কিশোরী মেয়েদের ঋতুকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। এ ব্যাপারে সচেতন না হলে বিভিন্ন ধরনের রোগে সংক্রমিত হতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানি এজেন্ডার কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

বীরগঞ্জে বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সংসার চালান বৃদ্ধ হযরত আলী

চিরিরবন্দরে ড্রাম ট্রাক চলাচল বন্ধ ও রাস্তা পুনঃনির্মাণের দাবীতে মানববন্ধন

রাণীশংকৈল প্রেসক্লাবের আহবায়ক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

হরিপুরে গম ক্রয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

পার্বতীপুর ও বীরগঞ্জে দূর্ঘটনায় নিহত-৩জন চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে আহত ২০

বীরগঞ্জ সরকারি কলেজের ২৫ জন গরীব মেধাবী ছাত্র- ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ের সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন পাওনা বকেয়া আদায়ের জন্য মানববন্ধন

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে