পঞ্চগড় প্রতিনিধি\বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠিত আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যেগে পঞ্চগড়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শহীদ আবু সাঈদের বড় ভাই ও ফাউন্ডেশনের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন, হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী প্রমূখ। এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সহ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, হাড়িভাসা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জসিম উদ্দীন আহমেদ, হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামুস কিবরিয়া প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।