শুক্রবার , ৯ মে ২০২৫ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত এলাকা নিরাপদ, কৃষকরা নির্ভয়ে নির্বিঘেœ ধান কাটতে পারবে-কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৯, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষি জমি রক্ষায় নতুন করে ভুমি আইন করার চিন্তা ভাবনা চলছে। কারন বাংলাদেশ ৪০ শতাংশ কৃষির উপর নির্ভরশীল। যখন দেশে জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি তখন জমির পরিমান ছিল অনেক বেশী। এখন ১৮ কোটি মানুষ সেই অনুপাতে জমির পরিমান অনেক কমে গেছে। কৃষি যান্ত্রিকিকরন এবং কৃষকদের চেষ্টায় ধানের ভালো ফলন হয়েছে। গতবছর আমাদের চাল আমদানী করতে হয়নাই এবারো আমদানী করতে হবেনা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সীমান্ত এলাকা নিরাপদ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ (সিকিউর)।কৃষকরা নির্ভয়ে নির্বিঘেœ ধান কাটতে পারবে।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরেন্দ্র বহুমুখী উন্নয় প্রকল্পের পরিচালককে নির্দেশ দেন কৃষকদের যেন কম মুল্যে সেচের ব্যবস্থা করা হয়। পানির বিল কমাতে হবে, কৃষকরা হয়রানীর মধ্যে না পড়ে। কৃষকদের উৎপাদন খরচ যেন কম হয়।
কৃষি জমি রক্ষায় নুতন করে আইন প্রননয়ন এবং ভুমি ব্যবহার নীতিমালা খুব শীগ্রই করা হবে। কৃষি জমির উপর অবৈধ ইটভাটা গড়ে উঠেছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশ দেন।
দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, উচ্চ পর্যায়ে সরকারী কর্মকতাদের দুর্নীতি কমাতে হবে। ইতিমধ্যে ২৫৬টি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ১৮ কোটি মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করা খুবই দুরহ কাজ। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহŸান জানিয়ে গণমাধ্যমকর্মীর উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, মিডিয়াগুলো সত্য সংবাদ পরিবেশন করলে দেশ উপকৃত হয় আর মিথ্যা সংবাদ পরিবেশন করলে প্রতিবেশীরা আইনের সুযোগ নিয়ে মিথ্যা রটনা চালায়।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নে মোকলেসপুরের ঢেলপীর বøকে বোরো ধান কর্তন উদ্ধোধনকালে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন।
এসময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান প্রকল্প পরিচালক মোজাফ্ফর হোসেন,দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দিনাজপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লিচুতে অনেক সময় বেশি কীটনাশক প্রয়োগ করা হয়। যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এ বিষয়ে কৃষি বিভাগের সঙ্গে পরামর্শ করে কীটনাশক প্রয়োগ করার পরামর্শ দেন তিনি। কৃষকদের উদ্দেশে বলেন, লিচু যখন পেকে যাবে, তখন আপনারা কীটনাশক প্রয়োগ করবেন না। এটা মানুষের জন্য চরম ক্ষতিকর। সেই সঙ্গে কৃষি বিভাগের পক্ষ থেকে উঠান বৈঠক করার কথাও বলেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, উঠান বৈঠকের জন্য অনেক টাকা বরাদ্দ দেওয়া হয়। কৃষি বিভাগের কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, ‘উঠান বৈঠকের টাকা পকেটে ঢুকাবেন না।
ফল, সবজি ও বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে বলে জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এরপরে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে রংপুর বিভাগীয় কমিশনার,রংপুর অঞ্জলের ডিআইজি এবং রংপুর বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সাথে আইনশৃঙ্খলা ও কৃষির সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরে বিকাল ৫টার দিকে বাংলাদেশ হম ও ভ‚ট্টা গবেষনা ইন্সটিটিউটে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শো রুম উদ্বোধন করলেন নায়ক রিয়াজ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র শাকিল হত্যা মামলার নেই কোনো অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীতে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

কবি-গীতিকার লেখক এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার রচিত ‘হারমনি’র মোড়ক উন্মোচন ও গানের অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে গড়েয়া মাঠ রক্ষা করতে যদি জীবন চলে যায় তবুও মাঠ রক্ষা করবো আমরা

বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা উন্নীত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

হাবিপ্রবিতে ৮টি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেসন

চোলাই দেশী মদসহ আটক

হাবিপ্রবিতে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে প্রগতিশীল শিক্ষক ফোরাম কর্তৃক আলোচনা সভা

পীরগঞ্জে সন্ধার পরেই কলেজ বাজার এলাকায় ব্যবসায়ীর টাকা ছিনতাই: