কাহারোল (দিনাজপুর)ঃ প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে শ্যালো মেশিনের পানি দিয়ে উচু জমিতে আমনের চারা রোপন করছে কৃষকরা।অত্র উপজেলায় চলতি আমন মৌসুমে আমন ধান আবাদের লক্ষ্যে ৭৫০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুুত করেছেন এই উপজেলার কৃষকেরা।দেখা গেছে, উচু জমির জন্য পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পাত না হওয়ার কারণে পানির অভাবে আগাম জাতের আমন ধানের চারা লাগাতে পারছেন না উপজেলার কৃষকরা।
শনিবার উপজেলার বিভিন্ন এলাকা দেখা গেছে, শ্যালো মেশিনের পানি দিয়ে আগাম জাতের আমন ধানের চারা রোপন করছে অনেক কৃষক।
উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের কৃষক মোঃ শরিফুল ইসলাম জানান, আমরা কৃষকরা আগাম জাতের আমন ধান চাষ করে আগাম জাতের আলু আবাদ করে থাকি আমাদের জমিতে প্রতি বছরেই এবং আলু উত্তোলন করার পর সেই জমিতে আবার ভূট্রা চাষাবাদ করে থাকি। কিন্তু বেশ কিছু দিন থেকে পর্যাপ্ত বৃষ্টি পাত না হওয়ার কারণে উপায় না পেয়ে আমরা আমাদের উচুু জমিগুলো শ্যালো মেশিনের পানি দিয়ে আমন ধানের চারা লাগাতে বাধ্য হ”্ছ।ি
একই গ্রামের আরেক কৃষক মোঃ ওমর আলী বলেন, প্রতি বছর আগাম জাতের ধান ১ একর জমিতে চাষাবাদ করে থাকি এবং ধান কাটার পর সেই জমিতেও আবার আলু আবাদ করা হয়। আলু উত্তোলনের পর সেই জমিতেও ভূট্রা চাষ করা হয়। অত্র উপজেলায় বর্তমান সময়ে বৃষ্টি না হওয়ার কারণে আগাম জাতের ধানের চারা রোপন করতে শ্যালো মেশিনের পানি ব্যবহার করতে হচ্ছে। তাতে করে আমন উৎপাদনের খরচ কিছুটা বেড়ে যাবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মৌসমে উপজেলার ছয়টি ইউনিয়নে ১৫ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ জানান, আগাম জাতের ধান রোপনের সময় হয়েছে। বৃষ্টি না থাকার কারণে কৃষকেরা বিকল্প হিসেবে শ্যালোমেশিন ও গভীর নলকূপ এর পানি দিয়ে কিছু কিছু কৃষক উচু জমিতে আগাম জাতের আমন ধানের চারা রোপন করছেন।