বোদা(পঞ্চগড়) প্রতিনিধি\পঞ্চগড়ে গত কয়েক মাসের চোরাচালান, মাদক,জুয়াসহ আইন শৃঙ্খলার ব্যাপক উন্নয়ন হওয়ায় জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল বোদা থানা।। বৃহস্পতিবার(১০ জুলাই) সকালে পুলিশ সুপার সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন বোদা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আজিম উদ্দিন।
পঞ্চগড় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। এ সময় পঞ্চগড় জেলার উর্দ্ধতন কর্মকর্তা সহ পাঁচটি উপজেলার অফিসার্স ইনচার্জ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বোদা থানার অফিসার্স ইনচার্জ মোঃ আজিম উদ্দীন জানান, এই সম্মান শুধু আমার একার নয় এটি আমার থানায় কর্মরত সকল সদস্যদের। এটি পাওয়াতে আমাদের কাজের অগ্রগতি আরো বৃদ্ধি পাবে। আমরা চেষ্টা করব আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার। সেই সাথে সকলের সহযোগিতা কামনা করি।