সোমবার , ১৯ এপ্রিল ২০২১ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আরও বাড়বে তাপমাত্রা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৯, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
আরও বাড়বে তাপমাত্রা

রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।অন্যদিকে, সোম ও মঙ্গলবার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। সপ্তাহের মাঝামাঝিতে বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫ টা ৩৪ মিনিটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও