ঠাকুরগাঁও : করোনা সংক্রমনে এড়াতে ঠাকুরগাঁওয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষে প্রচারাভিযান ও মাস্ক বিতরণ করেছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে শহরের চৌরাস্তা মোড়ে মাস্ক বিহীন পথচারীদের মাস্ক পরিয়ে কর্মসুচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহবায়ক ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। এসময় সংগঠনের সদস্য আ.স.ম গোলাম ফারুক রুবেল, মেস্তাফিজুর রহমান রিপন, প্রবীর কুমার গুপ্ত বুয়াসহ অন্যান্য সদস্য বৃন্দ। পরে পৌর শহরের বিভিন্ন সড়কে পথচারীদের ৫ সহ¯্রাধিক মাস্ক বিতরণ করা হয়।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে মাস্ক পরিধান করা, ঘনঘন হাত ধোয়াসহ বাড়ির আনাচে কানাচে জীবানুনাশক দিয়ে স্প্রে করার উপর গুরুত্বারোপন করেন।