শুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ইউপি নির্বাচনে প্রতীক পেয়ে জোরেশোরে প্রচারণায় নেমেছে প্রার্থীরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৪, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ
নির্বাচনে বীরগঞ্জে প্রতীক পেয়ে ভোটের মাঠ পুরাদমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
স্থানীয় নির্বাচন রিটার্নিং অফিস কর্তৃক প্রতীক বরাদ্দের পর থেকে উপজেলার ৯টি ইউনিয়নের
প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন নির্বাচনীয় প্রচারণায়। তাঁরা নিজ নিজ ইউনিয়নের
বিভিন্ন এলাকায় হাট-বাজার, রাস্তাঘাট, গ্রাম ও পাড়া- মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করচ্ছেন। এছাড়া তারা সাধারণ জনগণের কাছে ভোট
চাইতে নানা কৌশল অবলম্বন করছেন। চেয়ারম্যান ও সাধারণ প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত মহিলা সদস্য
ও সাধারণ সদস্য প্রার্থীরাও তাদের নির্বাচনীয় প্রচারণায় মাঠে নেমেছেন। ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত
হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই প্রার্থীদের মাঝে সুষ্ঠুভাবে প্রতীক বণ্টন করা হয়েছে। নির্ধারিত
দিনে উপজেলা নির্বাচন কমিশনার অফিসে সকলের উপস্থিতিতে সকল প্রার্থীকে প্রতীক তুলে দেয়া হয়।
চেয়ারম্যান ৪৮ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৩৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৪ জনসহ মোট
৫০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত
৯জন,আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৬ জন, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ৬জন,
জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ৫ জন,ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী ৭জন এবং
স্বতন্ত্র প্রার্থী ১৩ জনসহ মোট ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৯টি ইউনিয়নে
চেয়ারম্যান পদে মোট ৫০ জন বৈধ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের আওয়ামী
লীগ বিদ্রোহী শাহিদুল্লাহ হক ও ২নং পলাশবাড়ী ইউনিয়নের ডা.পরেশ চন্দ্র রায় তাদের প্রার্থীতা
প্রত্যাহার করে নেন। উপজেলায় ৯নং টি ইউনিয়নে বিএনপি ও জামায়াতের ১৩ জন প্রার্থী রয়েছে।
বিএনপি-জামায়াত দলীয় প্রতীকে এই নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র পরিচয়ে মাঠে নেমেছেন দলটির
প্রার্থীরা। তাদের মধ্যে বর্তমান ৩জন চেয়ারম্যানও রয়েছেন। অন্যদিকে সাধারণ সদস্য পদে ২০ ও সংরক্ষিত
মহিলা আসনের ৩৬ জন প্রার্থীতা প্রত্যাহার করেন। বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা
যায়,বৈধ ৪৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে যাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে তাঁরা হলেন – ১ শিবরামপুর
ইউনিয়নে আ.লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী সত্যজিৎ রায় কার্তিক (নৌকা) আব্দুর রহমান (চশমা),
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান (ঘোড়া), মহিলা চেয়ারম্যান প্রার্থী মোছাঃ
আলেছা বেগম (মোটরসাইকেল), এবং ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী মাওঃ মোঃ শাহজালাল
(হাতপাখা),২নং পলাশবাড়ী ইউনিয়নে আ.লীগ দলীয় প্রার্থী মোস্তাক আহাম্মদ সিদ্দিকী মানিক
(নৌকা),বর্তমান চেয়ারম্যান মো.জুয়েলুর রহমান জুয়েল (আনারস) মো.রফিকুল ইসলাম
রাজু(মোটরসাইকেল), ৩নং শতগ্রাম ইউনিয়নে আ.লীগ লীয় প্রার্থী মতিয়ার রহমান মতি (নৌকা)
সাবেক চেয়ারম্যান কে, এম,কুতুব উদ্দিন (চশমা) সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হরমত আলী (
ঘোড়া),আব্দুল জলিল মাষ্টার (আনারস) মো. মজিনুর রহমান মজনু (হাতপাখা), ৪নং পাল্টাপুর ইউনিয়নে
আ.লীগ দলীয় প্রার্থী আবদুর রহমান (নৌকা) সাবেক চেয়ারম্যান তহিদুর ইসলাম মাস্টার (মোটরসাইকেল)
আ.লীগ বিদ্রোহী তোফাজ্জল হোসেন রাজা (অটোরিকশা) সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী
সুরেন্দ্র নাথ কোকিল( আনারস), হায়দার আলী (ঘোড়া), মোঃ ছামিউল ইসলাম ( হাতপাখা), ৫নং
সুজালপুর ইউনিয়নে আ.লীগ দলীয় প্রার্থী মহেশ চন্দ্র রায় (নৌকা) সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম
(মাস্টার) আনারস,মোঃ দুলাল হোসেন (ঘোড়া), সাজেদুর রহমান (মোটরসাইকেল) শেখ হাবিবুর রহমান
(হাতপাখা), ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে আ.লীগ দলীয় প্রার্থী ওহেদুরজ্জামান বাদশা (নৌকা) সাবেক
চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা (ঘোড়া), ৯নং ইউনিয়নে আ.লীগ দলীয় প্রার্থী জাকির হোসেন রাজা
(নৌকা) বিএনপির প্রার্থী মাহাম্মুদুল নবী ওয়াট (ঘোড়া),পদ্মনাথা রায় (অটোরিকশা) আব্দুর রশিদ
সরকার(চশমা),টংকনাথ রায় (মোটরসাইকেল), মাওঃ মো. খোদা বখ্স (আনারস) মিজাম উদ্দিন (
টেলিফোন) মা.মোঃ মাছুদুর রহমান (হাতপাখা), ১০নং মোহনপুর ইউনিয়নে আ.লীগ দলীয় প্রার্থী
তাইজুল ইসলাম নেতা (নৌকা) সাবেক চেয়ারম্যান মো.মজিদুল ইসলাম মাস্টার (ঘোড়া,শাহিনুর রহমান
চৌধুরী ( আনারস), লুৎফর রহমান মাষ্টার (চশমা) মোস্তফা রাঙ্গা (মোটরসাইকেল),মো.খাবিরুল ইসলাম
(হাতপাখা), ১১নং মরিচা ইউনিয়নে আ.লীগ দলীয় প্রার্থী আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল (নৌকা)
সাবেক চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায় (চশমা), হসফিজুর রহমান বাদশা ( আনারস), মাওঃ নাজমুল ইসলাম
(ঘোড়া) মো. শাফিকুল ইসলাম (হাতপাখা)। অনেক ভোটারের সাথে কথা বলে জানা গেছে, ইউনিয়ন
পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলার ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। প্রতীক
পাওয়ার পর থেকে প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন নির্বাচনী প্রচার -প্রচারণায়। প্রার্থীরা
নিজ নিজ ইউনিয়নের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত
পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি ছুটতে শুরু করেছেন। ইতোমধ্যেই প্রার্থীদের পদচারণায় উপজেলার
প্রত্যন্ত এলাকা এখন সরগরম হয়ে উঠেছে। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্য পদের
প্রার্থীরা রাতদিন তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিসার ও
রিটার্নিংআঁখি সরকার জানান,উপজেলার ৯টি ইউপিতে ৯২টি কেন্দ্র ও ৫২১ টি বুথে ৯৩ হাজার ৭১৪
জন পুরুষ ও ৯১ হাজার ৫৭০ জন নারীসহ মোট ১লাখ ৮৫ হাজার ২৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ের ছেলে হত্যার দায়ে মায়ের ১০ বছরের কারাদন্ড

পঞ্চগড়ের ছেলে হত্যার দায়ে মায়ের ১০ বছরের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার বদলি হওয়া কর্মকর্তাদের দখলে সরকারি কোয়ার্টার

আওয়ামী লীগ তামাশা শুরু করেছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে পৌরসভার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নবাবগঞ্জ জাতীয় উদ্যানে অগ্নিকান্ডের ঘটনায় জাতীয় উদ্যানের বনভূমিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষনায় মাইকিং

বোচাগঞ্জে পুকুর খনন করতে গিয়ে কষ্টি পাথরের বরাহ অবতার মূর্তি উদ্ধার

পঞ্চগড়ে তিন উপজেলায় ৩৮ জনের মনোনয়নত্র জমা

বোচারগঞ্জে ৩৭টি সুবিধাভোগী পরিবারের মাঝে ষাড় বাছুর হাঁস মুরগী বিতরণ

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় চালক নিহত !

ঠাকুরগাঁওয়ে নিস্পত্তিকৃত মামলার নথি ধ্বংস