বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৩, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার শিক্ষার্থীদের করোনা থেকে ঝুঁকিমুক্ত করতে টিকাদান কার্যক্রম শুর হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল নয়টা থেকে উৎসবমুখর পরিবেশে ১২-১৮ বয়সের শিক্ষার্থীদেরকে করোনার টিকা দেয়া শুরু হয়।

শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম খান, হরিপুর থানার তদন্ত ( ওসি) অফিসার আমিরুল ইসলাম প্রমূখ।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর শিক্ষার্থীদের তালিকা করে শিক্ষার্থীদেরকে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা এই টিকা প্রদান করছেন। করোনার প্রকোপ কমে যাওয়ায় দীর্ঘদিন পর স্কুল-কলেজ খোলা হলেও করোনা থেকে ঝুঁকিমুক্ত ছিল না শিক্ষার্থীরা। ফলে দীর্ঘ সময় পর হলেও টিকা নিতে আগ্রহী শিক্ষার্থীরা।

টিকা নিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছে, দীর্ঘদিন পর স্কুল ও কলেজ খোলায় আমরা ক্লাস করতে পারছি। তবে আমরা করোনা নিয়ে আতঙ্কে ছিলাম। এখন আমরা টিকা নিতে পেরে খুশি। এতে আমরা নির্ভয়ে ও নিবিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবো এবং আমরা করোনা থেকে ঝুঁকিমুক্ত থাকবো।

হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম খান বলেন, প্রথম পর্যায়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের এ টিকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ থেকে ১৮ বছর বয়সের সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।

হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, করোনার কারণে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ ছিলো। করোনার প্রকোপ কমায় স্কুল-কলেজ খুলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সুরক্ষা করতে করোনা টিকা দেয়ার উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্যোগের জন্য সকল শিক্ষার্থীদের পক্ষে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ টিকা দেয়ার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকার পাশাপশি স্বাস্থ্য সুরক্ষাও বজায় থাকবে।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৮ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। করোনার প্রকোপ কমে যাওয়ায় দীর্ঘদিন পর স্কুল-কলেজ খোলা হলেও করোনার ঝুঁকিমুক্ত ছিল না শিক্ষার্থীরা। ফাইজারের কারোনার টিকায় স্বাস্থ্যঝুঁকি না থাকায় শিক্ষার্থীদের এ টিকা দেয়া হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাঞ্চনকলোনী প্রিমিয়ার লীগ উদ্বোধনী প্রীতি ম্যাচে বিজয়ী মা এন্টারপ্রাইজ

পীরগঞ্জে কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় শিশু নি-হত

ঠাকুরগাঁওয়ে পানদোকানদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত- সভাপতি – নওশাদ ও সাধারণ সম্পাদক- আকুল,

হাবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির

বীরগঞ্জে সাংবাদিক,সুধীজনের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে  কলম বিরতি পালিত

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে কলম বিরতি পালিত

পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূণর্মিলনী ও আলোচনা সভা

আটোয়ারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আটোয়ারীতে যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত