দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রাচীন সাহিত্য সংগঠন উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের ১০১তম মাসিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে মালদাহপট্টিস্থ মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি দিনাজপুর কর্তৃক পরিচালিত মুক্তিযোদ্ধা পাঠাগার হলরুমে উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ দিনাজপুরের সভাপতি কবি আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, বাংলাদেশ জাতীয় সংসদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের সাবেক সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, মুক্তিযোদ্ধা পাঠাগারের সভাপতি মদন মহন চক্রবর্তী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক ইতি ইব্রাহিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মাহাবুব আলী, এ্যাডঃ সৈয়দ কেরামত হোসেন। সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন সহ-সভাপতি কাশী কুমার দাস ঝন্টু। সেইসাথে প্রয়াত কবি সাহিত্যিকদের রুগের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। কবিতা পাঠ করেন প্রবীন কবি ফাতেমা বেগম, ইয়াসমিন আরা রানু, মাসুদ মোস্তাফিজ, আব্দুর রাজ্জাক, নিরঞ্জন হিরা, ফেরদৌস কাদের, রজিনা বেগম, এহসান হাবিব প্রধান, খাদিমুল আলম চৌধুরী, তরিকুল আলম, শ্রেয়শী আলম, মামুনুর রহমান, রবিউল ইসলাম, মমিনুল বাহার খোকন ও কবি শাহবাজ আলী খান। ক্ষুদে কবি মোনতাহিনা খান আরশি। বক্তারা বলেন, দিনাজপুর নওরজ সাহিত্য মজলিশের পরই উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদে কবি সাহিত্যিকরা এক সময় সাহিত্যচর্চা করত। এই প্রাচীন সাহিত্য সংগঠনটিকে নতুন করে গতিশীল করতে সকল কবি-সাহিত্যিকদের এগিয়ে আসতে হবে।