ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ীতে অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামানের বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন ফুলবাড়ী থানা পুলিশ। সোমবার সন্ধায় ফুলবাড়ী থানার সভাকক্ষে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামান, ফুলবাড়ী সার্কেলের পুলিশ পরিদর্শন আক্রাম হোসেন, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম, সিনিয়র উপ-পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান, উপ-পুলিশ পরিদর্শক আরিফুর ইসলামসহ পদস্থ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ২০২১ সালের ১১ এপ্রিল ফুলবাড়ী সার্কেলে যোগদান করেন ও গত ২১ নভেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ হিসেবে ঠাকুরগাঁও জেলা বদলি হয়েছেন। বিসিএস ৩০ ব্যচের এ পুলিশ কর্মকর্তা ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার আইনশৃংখলা উন্নায়নে সাহসী ভুমিকা রেখেছেন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের নিকট তিনি একজন সৎ পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিরেন।