বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পলাশ দাস ও পম্পি সরকারের গানের অনুষ্ঠানে বক্তারা সঙ্গীত হোক মানবতার কল্যাণে- অসাম্প্রদায়ীকতার সেতুবন্ধনের অলংকার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৭, ২০২২ ৯:১০ পূর্বাহ্ণ

সি মাইনর এন্টারটেইনমেন্ট এর আয়োজনে শিল্পকলা একাডেমির গোল চত্বর মুক্ত মঞ্চে স্বর্ণালী দিনের গানের আসর “সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে গুরু-শিষ্য পলাশ দাস ও পম্পি সরকারের যৌথ পরিবেশনার গানে ¯্রােতাদের সুর মুর্ছনায় মাতিয়ে দিয়েছে।
সোমবার রাতে ভৈরব মিউজিক সেন্টার ও আশা সুইট এর সহযোগিতায় এসএস মিউজ্যিক ল্যাব এর টেকনিক্যাল সাপোর্টে সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তেঁরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মাজেদুর রহমান দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সৃজনী পত্রিকার নির্বাহী সম্পাদক মমিনুল হাসান মমিন। স্বাগত বক্তব্য রাখেন সি মাইনর এন্টারটেইনমেন্ট এর স্বত্ত¡াধিকারী এসআর সবুজ। এছাড়া সম্মানীত অতিথি হিসেবে শিল্পীদের ও অতিথিবৃন্দের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও গীতিকার এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার, সাবেক অধ্যক্ষ আনোয়ারুল হক, সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, ওস্তাদ সুনীল মজুমদার, শিল্পী শফিকুল ইসলাম বকুল, ফেরদৌসার রহমান এবং পপি সরকারের পিতা মৃদুল কান্ত দেব, মাতা রেবা রানী দেব ও এসএস মিউজ্যিক ল্যাবের স্বত্ত¡াধিকারী এসএম সারোয়ার। বক্তারা বলেন, স্বর্ণালী দিনের গান আমাদের সঙ্গীত জগতের প্রেরণা। এই সমস্ত গান যাতে হারিয়ে না যায় তার জন্য এ ধরনের অনুষ্ঠানে আরও বেশি বেশি করে করতে হবে। আমাদের প্রজন্ম শিল্পীদের স্বর্ণালী দিনের গানকে সামনে রেখে সঙ্গীত চর্চায় সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বরূপ বকসী বাচ্চু বলেন, সঙ্গীত হোক মানবতার কল্যাণে অসাম্প্রদায়ীকতার সেতুবন্ধনের অলংকার। স্বর্ণালী দিনের গান আমাদের শিল্পীদের লালন ও ধারণ করতে হবে। যাতে গানগুলো আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। “সময় কাটুক গানে গানে”র অনুষ্ঠানে তবলায় ছিলেন শুভ রঞ্জন সরকার, অক্টোপ্যাডে ছিলেন বিশ^জিৎ দাস, বেস গিটারে অশোক কুমার দাস, লিভ গিটারে এম আর সবুজ ও কী-বোর্ডে সুজন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুন-উর-রশিদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নব নির্বাচিত মেয়র-কাউন্সিলদের দায়িত্ব গ্রহন।। বিস্তারিত ভিতরে

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৬.৫৬, ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে গতবারের চেয়ে দ্বিগুন জিপিএ ৫ পেয়েছে

দিনাজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মতিউর রহমানের নাম ঘোষণা

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সফলতার এক বছর পূর্ণ হলো !

ঘোড়াঘাটে সহনীয় পর্যায়ে  কোরবানি পশুর দাম

ঘোড়াঘাটে সহনীয় পর্যায়ে কোরবানি পশুর দাম

বিরামপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অনিয়ম আড়াল করতে অডিট টিমের ঘুষ লেনদেনের অভিযোগে দুদক অভিযান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই

চিরিরবন্দর প্রেসক্লাবের ২ সাংবাদিককে বহিস্কার

জাতীর জনক শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে প্রেসক্লাবের সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ