রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রেলে নাশকতা ঠেকাতে দিনাজপুরের ৬৪ পয়েন্টে ৫১২ আনসার মোতায়েন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৪, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ

রেলে নাশকতা ঠেকাতে দিনাজপুরের ৬৪ পয়েন্টে ৫১২ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। জেলার চারটি রুটে ৫২ ট্রেন চলাচল করে। এসব ট্রেনে নিরাপত্তার জন্য এ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতা ঠেকাতে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের এক হাজার ৮০০ কিলোমিটার এলাকা নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে এক হাজার ৩০০ আনসার সদস্য। আনসার সদস্যদের পাহারায় এ জোনে ১৪৭ ট্রেন চলাচল করছে। এছাড়া এ জোনে রেলপথ পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছে এক হাজার ৮০০ কি-ম্যান/ওয়েম্যান।
দিনাজপুর-পার্বতীপুর রেললাইনের শেখপুরা এলাকায় গিয়ে দেখা যায়, তীব্র শীত উপেক্ষা করে রেললাইন পাহারায় রয়েছে রবিন হোসেনসহ পাঁচ আনসার সদস্য। রবিন হোসেন জানান, রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত দায়িত্ব। এ সময়ে পাঁচজন আনসার সদস্য একদল হয়ে চার কিলোমিটার রেললাইন পাহারা দিচ্ছেন। সকাল ৮টার পর তাদের এখানে আসবেন তিনজন আনসার সদস্য। ওই তিনজন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।
দিনাজপুর রেলওয়ের সুপার একেএম জিয়াউর রহমান বলেন, জেলার পার্বতীপুর-দিনাজপুর, পার্বতীপুর-রংপুর, পার্বতীপুর-নীলফামারী, পার্বতীপুর-ঢাকা রুটে আন্তঃনগর, মেইল, কমিউটার, লোকাল ও মালবাহীসহ ৫২ ট্রেন চলাচল করে। রেলপথ পর্যবেক্ষণে আনসার সদস্যসহ রেলওয়ের কি-ম্যান/ওয়েম্যানরা দায়িত্বে রয়েছে।
দিনাজপুর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. হাছান আলী জানান, জেলার ৬৪ পয়েন্টে ৫১২ জন আনসার সদস্য রেলওয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। তারা দিন রাত ২৪ ঘণ্টা পালা করে দায়িত্ব পালন করছেন।
রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনে এক হাজার ৩০০ আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এ জোনে ১৫০ পয়েন্ট চিহ্নিত করে এসব আনসার সদস্য দুই শিফটে সার্বক্ষণিক রেলপথ পাহারার দায়িত্বে রয়েছেন।
পশ্চিমাঞ্চলীয় জোনের প্রকৌশলী মো. আসাদুল হক জানান, শীতকালে রেললাইন সংকোচন এবং গরমের সময় প্রসারিত হয়। এ কারণে রেললাইন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। রেলপথ ঠিক আছে কিনা সেটি পর্যবেক্ষণ করার জন্য রেলওয়ে বিভাগের এসব কি-ম্যান সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লাবীব মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন

অভাবের দিন শেষ পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে আগাম জাতের আমন ধান কাটা নিয়ে ব্যস্ত কৃষক-শ্রমিকরা

সেতাবগঞ্জ পৌরসভার দুইটি পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলে মেয়র আসলাম

সুগন্ধি ধান উৎপাদনের জন্য দিঘন সমবায় সদস্যদের সুদমুক্ত ঋণ

সাবেক ইউ,পি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোজাহারুল ইসলাম আর নেই

বীরগঞ্জে বিজয়ের ৫০ বছর পূর্তিতে লাল সবুজের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পরিদর্শন করলেন ডাচ রাষ্ট্রদূত

বোচাগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়

পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আইসিটি প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় উপ-পরিচালক চাকুরির পিছনে না ঘুরে বাড়িতে বসেই অর্থ উপার্জন করতে পারবেন