ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে এলজিএসপি-৩ প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন, মনিটরিং এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান সংক্রান্ত জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লাহ, প্রফেসর মনতোষ কুমার দে, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক প্রমুখ।
সভায় এলজিএসপি-৩ প্রকল্পগুলির কার্যক্রম বাস্তবায়ন, মনিটরিং এবং প্রকল্প পরিদর্শনের মাধ্যমে দিক নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।