আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৫নং বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া গ্রামের মৃত বিশ্ব নাথের পুত্র বীর মুক্তিযোদ্ধা সৈলেন বর্মন শুক্রবার (১১ জুলাই) বিকেল প্রায় সাড়ে ৩ টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সন্ধার পুর্বে মৃত বীর মুক্তিযোদ্ধার বাড়ীর আঙ্গিনায় রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি’র প্রতিনিধি হিসেবে সেকেন্ডে অফিসার এসআই জহিরুল ইসলাম সহ চৌকশ একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মৃত বীর মুক্তিযোদ্ধা সৈলেন বর্মনকে রাস্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে জাতীয় পতাকায় বীর মুক্তিযোদ্ধা সৈলেন বর্মনের মরদেহ ঢেকে দিয়ে রাস্ট্রের পক্ষ থেকে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে পারিবারিক শ্মশান ঘাটে দাহ করে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার বেসামরিক মুক্তিযোদ্ধা গেজেড নং- ৬৫৭, ভারতীয় তালিকা নং-৩৭০৫৬, লাল মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০০৭৫।