কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের কাহারোলে অভিযান পরিচালনা করে ৯ হাজারের অধিক গাছের চারা ধবংস করা হয়েছে। গত বৃহষ্পতিবার বিকালে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের চকমহরম গ্রামের মহেন্দ্র নাথ রায়ের নার্সারিতে এক অভিযান পরিচালনা করে পরিবেশের ক্ষতিকর আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধবংস করা হয়। জানা যায়,উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ।গাছের চারা ধবংস করার সময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকতা,নার্সারির মালিকসহ স্থানীয় ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।