বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের সাথে উপজেলা জামায়াত ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (১২ মার্চ) সকালে
জামায়াত- শিবিরের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে এ সৌজন্য সাক্ষাৎ করেন। দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের শুরা সদস্য মাজলুম জননেতা মোঃ মতিউর রহমানের নেতৃত্বে উপজেলা জামায়াতের আমির কারী আজিজুর রহমান, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ.কে.এম.কাওসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহ সভাপতি রাশেদুন্নবী বাবু, দিনাজপুর জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি রাসেল রানা প্রমুখ। নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে অর্থসহ কুরআন শরীফ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।