বুধবার শহরের প্রাণকেন্দ্র লিলি সিনেমা হল মোড় সংলগ্ন সাবেক এমএনএ মরহুম নুরুল হুদা চৌধুরীর রাজারামপুর হাউজ প্রাঙ্গণে জনসচেতনতামূলক পেপসোডেন্ট ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্প ও টুথ পেষ্ট বিতরণ করা হয়। ক্যাম্পের পরিচালনায় ছিলেন ডেন্টাল স্কয়ার এর মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী। তাকে দিনব্যাপী উক্ত ক্যাম্পে সহযোগিতা করেন বিরল উপজেলার ডেন্টাল টেকনোলজিস্ট রিপন কুমার সরকার, ইউনিলিভার বাংলাদেশ এর প্রফেশনাল হেলথ এক্সিকিউটিভ জুলকার নাইন, ডেন্টাল স্কয়ারের অফিস ম্যানেজমেন্ট তাপস চন্দ্র রায়। ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) বলেন, দাঁতের রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে এই ক্যাম্প যথেষ্ট অবদান রাখবে। আসুন আমরা দাঁতের ব্যাপারে সচেতন হই এবং পরিবারের প্রতিটি সদস্যকে দাঁতের রোগ সম্পর্কে সচেতন করি। ক্যাম্পে ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ মেসবাহ উদ্দিন চৌধুরী ক্যাম্পে আসা দন্ত রোগীদের উদ্দেশ্যে বলেন, শরীরের প্রতিটি অঙ্গের মত দাঁত একটি মূল্যবান সম্পদ। দাঁত বিহীন মানুষ অচল। তাই সময়মত দাঁতের পরিচর্যা করা উচিৎ। দাঁত অমূল্য সম্পদ বলেই সঠিক সময় নিজেকে দাঁতের পরিচর্যা করা এবং অপরকে সচেতন করা উচিত।