মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী – ২০২৩) দুপুরে উপজেলার হাবলুরহাট বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্বদেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্য নেয়াসহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় তরিকুল স্টোরের মালিক কে ৩ হাজার টাকা ও নিঝুম মাহিম মেডিকেল স্টোরের মালিককে ৫ হাজার টাকা জরিমানা আদায় হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম,এস আই টি সামিউল ইসলাম বীরগঞ্জ থানার পুলিশের একটি দল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত