দিনাজপুরে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় স্ত্রী পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।
৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার সময় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের উত্তর বালুবাড়ি নিবাসী হাসিনুর রহমানের স্ত্রী মোছাঃ শামসাদ পারভীন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন,আমায় স্বামী হাসিনুর রহমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর শহরের লালুপাড়া এলাকায় সাবান ফ্যাক্টরী এবং মাতাসাগর মোড়ে প্যাকেজিং কারখানা রয়েছে। উক্ত প্রতিষ্ঠান সমূহে আমার স্বামী হাসিনুর রহমান সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু বেশ কিছুদিন পূর্ব হতে আমার স্বামীর ব্যবসায় ঈর্শান্বিত হয়ে লালুপাড়া সাকিনে ওমর ফারুক এর কুপরামর্শে ও প্ররোচনায় তার মেয়ে সৈয়দা সাদিয়া সুলতানা উর্মি এবং তার মা সৈয়দা সালমা ফারুক ও কতিপয় মহিলা আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ঘটনা রটিয়ে ব্যবসা নষ্ট করার জন্য চেষ্টা করে আসছে । আবার টাকাও দাবী করছে।
তিনি জানান,এ ঘটনায় আমি বাদী হয়ে আদালতে উর্মিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করি। যার মামলা নং-৫৯১ সি/২৫। পরবর্তীতে উক্ত উমি সহ কয়েকজন আমার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবী করে ও জোরপূর্বক টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং মারপিট করে। এ ঘটনায় আরো মামলা দায়ের করা হয় আদালতে। যার মামলা নং ৭৬২সি/২৫।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেহ ব্যবসায়ী উর্মি সহ তার দলীয় লোকজনকে আইনের আওতায় এনে সমাজকে কলুষয় মুক্ত করার অনুরোধ জানান হাসিনুর রহমানের স্ত্রী শামসাদ পারভীন।