রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐক্যমত কমিশন কাজ করছে ——-দিনাজপুরে ড. বদিউল আলম মজুমদার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৩, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ণ

সংলাপে বদিউল আলম মজুমদার বলেন, গত জুলাই গনঅভ‚থ্যানে স্বৈরাচারী শেখ হাসিনা বিতারিত হয়েছে কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখনও অব্যাহত আছে। যদি আমাদের এই ব্যবস্থা থেকে মুক্ত হতে হয় তাহলে কতগুলো পদ্ধতি, প্রক্রিয়া আর প্রতিষ্ঠানের পরির্তন আনতে হবে। কতগুলো সুদুরপ্রসারী প্রক্রিয়া সংস্কার করতে হবে বিভিন্ন ক্ষেত্রে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কোন ক্ষেত্রে পরিবর্তনগুলো আনা আবশ্যক, স্বৈরাচারী আবার যাতে ফিরে না আসে, সেটা নিশ্চিত করতে সেই ধরনের এক গুচ্ছ প্রস্তাব আমরা এখানে উপস্থাপন করেছি।আমরা এটাকে বলেছি খসরা জাতীয় সনদ। আমরা মনে করি এই পরিবর্তনগুলো, সংস্কারগুলো হওয়া দরকার আমাদের নির্বাচনী ব্যবস্থায়, আমাদের সংবিধানের, স্থানীয় সরকার ব্যবস্থায়, শাসন ব্যবস্থায়, সেই সংস্কারগুলো এখানে উপস্থান করেছি। এতে মানুষ তাদের মতামত ব্যক্ত করবে। এব্যাপারে একটি জনমত সৃস্টি হবে। যেটা সরকারকে এই বার্তা দিবে যে,জনগনের এই মতামতগুলো, এই সুপারিশগুলো যেন বাস্তবায়িত হয়। যার মাধ্যমে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন যেন চিরতরে অবসান ঘটে।সেটাই আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য।
শনিবার দুপুরে সুজনের দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুর সদরের ব্র্যাক ল্যানিং সেন্টারে সুশাসনের জন্য নাগরিক-সুজনের জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের উপরে স্বৈরাচারী ব্যবস্থা আবারো যেন জেকে না বসে স্বৈরাচার সরকার যেন না আবার ফিরে আসে, সেই জন্য সরকার ১১টি সংস্কার কমিশন করেছে। এর মধ্যে ৬টি সংস্কার কমিটির প্রধানদের নিয়ে ঐক্যমত কমিশন গঠন করেছে। ঐক্যমত কমিশনের প্রধান হিসেবে রয়েছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। আমরা যে কাজটি করার চেষ্টা করছি এখন আমরা ঐক্যমত সৃষ্টি করার চেষ্টা করছি। কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের ব্যাপারে। যাতে স্বৈরাচার ব্যবস্থা আবার যেন না ফিরে আসে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করছি। আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে কতগুগুলো বিষয়ে ঐক্যমত সৃষ্টি হবে। যার প্রেক্ষিতে একটি জাতীয় সনদ তৈরী হবে এবং স্বাক্ষরিত হবে। আমাদের আশা হলো এই মাসের মধ্যে জাতীয় সনদ প্রণীত ও স্বাক্ষতি হবে। যার মাধ্যমে এই স্বৈরাচারের অবসানই নয়, স্বৈরাচারী ব্যবস্থা ভবিষ্যতে যেন ফিরে না আসতে পারে এবং আমাদের একটু নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশ সৃষ্টি হবে। এই লক্ষ্যে ঐক্যমত কমিশন কাজ করছে।
নাগরিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। দিনাজপুর জেলা সুজনের সভাপতি বেলালউদ্দিন শিকদার রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুজনের যুগ্ম-সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেস দে,সহ দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড় জেলা সুজনের নেতৃবৃন্দ। নাগরিক সংলাপে তিন জেলার বিভিন্ন শ্রেনীপেশার শতাধিক মানুষ এতে অংশ নেন। সংলাপে কেন্দ্রীয়, রংপুর বিভাগ, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জয়নাল আবেদীনের জানাজা ও দাফন সম্পন্ন

আটোয়ারীতে আফ্রিকান মাগুর মাছের পোনা বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে বোদায় তথ্যমেলা

পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বিদ্যুতের খুটি অন্যত্র স্থানান্তরের দাবি

বীরগঞ্জে এক দিনব্যাপী উত্তম কৃষি চর্চা শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চিরিরবন্দরে ভোটগ্রহণকারী  কর্মকর্তাদের দুইদিনব্যাপি প্রশিক্ষণ

চিরিরবন্দরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুইদিনব্যাপি প্রশিক্ষণ

ঘোড়াঘাটে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সভা

সাদ্দাম কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বোদায় আনন্দের বন্যা