রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিরলে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে আলোচনা সভা ও নব-নির্বাচিত কমিটি’র পরিচিতি সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৩, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে বে-সরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে আলোচনা সভা ও নব-নির্বাচিত কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ।
শনিবার সকালে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন, বিরল উপজেলা শাখা’র যৌথ আয়োজনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মঞ্জুরুল ইসলাম।
বাংলাদেশ শিক্ষক সমিতির বিরল উপজেলা শাখার সভাপতি আনিসুজ্জমান মিলনের সভাপতিত্বে ও বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালোনায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার আহবায়ক মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ইসহাক আলী। এছাড়া বিরল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহারসহ প্রমুখও বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত